জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণের তালিকা নিম্নে দেওয়া হলো।
জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সমাজের বিভিন্ন স্তরের অসহায়,দুঃস্থ, বেকার শিক্ষিত নারীদের দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দেশের ও সমাজে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী ও সচ্ছলতা আনয়ণে বিশেষ ভূমিকা পালন করছে। ০১। সেলাই ও এমব্রয়ডারী(দর্জি বিজ্ঞান) প্রশিক্ষণ প্রতি চার মাস পর পর সকাল - বিকাল ২ শিফটে ১৫ জন করে মোট ৩০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি বিজ্ঞপ্তি মাধ্যমে মৌখিক পরীক্ষয় অংশ গ্রহণ করে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরায় এই প্রশিক্ষণে অংশ গ্রহন করতে পারবে। প্রশিক্ষণ শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দৈনিক উপস্থিতির (শুক্র-শনিবার ও সরকারী ছুটির দিন ব্যতীত ) উপর ১০০/- টাকা করে ভাতা প্রদান করা হবে প্রশিক্ষণার্থীর নগদ একাউন্টে। ০২। মহিলা কম্পিউটার প্রশক্ষিণে জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সমাজের বিভিন্ন স্তরের অসহায়,দুঃস্থ, বেকার শিক্ষিত নারীদের দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে সম্পূর্ণ বিনা মূল্যে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিকক্ষণ সকাল - বিকাল ২ শিফটে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থীকে ০১। কম্পিউটার অফিস এপ্লিকেশন ০২। গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সরকারী সার্টিফিকেট প্রদান করা হয়।এছাড়া তৃণমূল পর্যায়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিকাশ সাধন প্রকল্পে মোট পাঁচটি প্রশিক্ষণ ট্রেডে ৮০ দিন করে প্রশিক্ষণ দেওয়া হয়।০১।ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ,০২। বিউটিফিকেশন প্রশিক্ষণ,৩।ক্যাটারিং প্রশিক্ষণ,০৪। ইন্টোরিয়ার ডিজাইন/ ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রশিক্ষণ,ও ০৫।বিজনেজ ম্যানেজম্যান্ট (৪০দিনের) প্রশিক্ষণ।সকাল - বিকাল ২ শিফটে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এবং প্রশিক্ষণ শেষে সরকারী সার্টিফিকেট প্রদান সহ প্রশিক্ষণার্থীদের দৈনিক উপস্থিতির (শুক্র-শনিবার ও সরকারী ছুটির দিন ব্যতীত ) উপর ১৫০/- টাকা করে ভাতা প্রদান করা হয় প্রশিক্ষণার্থীর ব্যাংকে একাউন্টে পে- চেকের মাধ্যমে।