গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
জাতীয় মহিলা সংস্থা,
নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।
E-mail: Jms.narayangonj@gmail.com
নারায়ণগঞ্জ জেলা-কার্যালয়ের সিটিজেন চার্টার
01। ভিশন ও মিশন
02। ভিশনঃ জেন্ডার সমতাভিত্তিক সমাজ ও সুরক্ষিত নারী।
03। মিশনঃ নারীর ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণ।
04। সেবা প্রদান প্রতিশ্রতি.
05। নাগরিক সেবা।
নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনায়নে জাতীয় মহিলা সংস্থা মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) এবং দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) –এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন রাজস্ব এবং উন্নয়ন কার্যাক্রমের কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করছে।
জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সিটিজেন চার্টারঃ
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজ পত্র /আবেদন ফরম প্রাপ্তি স্থান |
প্রয়োজনীয় কাগজ পত্র |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময় সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী, ফোন নম্বর ও ই-মেল) |
উর্ধ্বতন কর্মকর্তার পদবী,ফোন নম্বর ও ই-মেইল |
(1) |
(2) |
(3) |
(4) |
|
(5) |
(6) |
(৭) |
(৮) |
01। |
বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান দর্জি বিজ্ঞান (সেলাই ও এবব্রয়ডারী) প্রশিক্ষণ |
বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেকার ও দুঃস্থ মহিলাদের কর্মক্ষম করে তোলার লক্ষ্যে আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করা। 04 মাস মেয়াদী কোর্স। প্রতি ব্যাচে 2 শিফটে 30 জন। |
ভর্তি ফরম/আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়। |
১.দুই কপি সত্যায়িত ছবি। ২.নাগরিক সনদ পত্রের সত্যায়িত কপি। ৩.জন্মনিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি। ৪. শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত কপি। |
বিনামূল্যে |
আবেদনের পর 15-30 দিনের মধ্যে |
জেলা কর্মকর্তা মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫ Email.Jmsnarayangonj@gmail.com |
জেলা চেয়ারম্যান ও জেলা কর্মকর্তা মোবাঃ ০১৫৫২৩৩৯৭৩০ Email.Jmsnarayangonj@gmail.com |
02। |
আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সূরক্ষা সহযোগিতা প্রদান |
1। স্বকর্ম সহায়ক ঋণ কার্যাক্রমঃ (মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রাপ্ত অর্থ দ্বারা পরিচালিত, সার্ভিস চার্জ 10% এককভাবে ১,000/-টাকা এবং দলগতভাবে 2০,000/-টাকা পযন্ত ঋণ প্রদান করা হয়।
|
আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।
|
১.দুই কপি সত্যায়িত ছবি। ২.নাগরিক সনদ পত্রের সত্যায়িত কপি। ৩.জন্মনিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি। ৪.৩০০/-নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পের অঙ্গীকার নামা প্রদান। ৫.যেকোন বাণিজ্যিক ব্যাংকের শাখায় ব্যাক্তিগত একাউন্ট থাকতে হবে।
|
গৃহিত ঋণের বিপরীতে 10% সার্ভিস চার্জ।
|
ঋণ প্রস্তাব প্রাপ্তির ১৫ দিনের মধ্যে |
জেলা কর্মকর্তা মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫ Email.Jmsnarayangonj@gmail.com |
জেলা চেয়ারম্যান ও জেলা কর্মকর্তা মোবাঃ০১৭২৪৫৫৬৪৫৫ Email.Jmsnarayangonj@gmail.com |
03। |
কম্পিউটার প্রশিক্ষণ |
কম্পিউটার প্রশিক্ষণ ও সাইবার ক্যাফে দেশের সামগ্রিক উন্নয়নে সফলতা অর্জনের ক্ষেত্রে সরকারী অর্থানুকুল্যে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষিত,শিক্ষিত-বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। কোর্সের মেয়াদ 06 মাস। প্রতি ব্যাচে ৫০ জন।সকাল -বিকাল ২ শিফট। প্রতি শিফটে ২৫ জন করে। |
আবেদন ফরম ২৬৮/১, আল্লামা ইকবাল রোড, চাষাড়া,নারায়ণগঞ্জ:।
|
১.দুই কপি সত্যায়িত ছবি। ২.নাগরিক সনদ পত্রের সত্যায়িত কপি। ৩.জন্মনিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি। ৪. শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত কপি। |
কোর্স ফি- 1,000/-টাকা |
চাহিদা মতে |
জেলা কর্মকর্তা মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫ Email.Jmsnarayangonj@gmail.com |
জেলা চেয়ারম্যান ও জেলা কর্মকর্তা মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫ Email.Jmsnarayangonj@gmail.com |
04। |
সচেতনতা মূলক কর্মসূচী |
উঠান বৈঠক নারী নির্যাতন, নারী ও শিশু পাচার, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে জনমত গঠনে সচেতনতা সৃষ্টি। |
আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।
|
|
বিনামূল্যে |
প্রতি মাসে |
জেলা কর্মকর্তা মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫ Email.Jmsnarayangonj@gmail.com |
জেলা চেয়ারম্যান ও জেলা কর্মকর্তা মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫ Email.Jmsnarayangonj@gmail.com |
05। |
তৃণমূল পর্যায়ে অর্নৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প |
1।ফ্যাশন ডিজাইন,২বিউটিফিকেশন, ৩ ক্যাটারিং,৪ইন্টোরিয়ার ডিজাইন এন্ড ইভেন্টস ম্যানেজম্যান্ট,৫ বিজনেস ম্যানেজম্যান্ট প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ৮0 দিন।প্রতি ব্যাচে ৫০। সকাল -বিকাল ২ শিফট। প্রতি শিফটে ২৫ জন করে। |
অনলাইনে রেজিষ্টার করতে হবে। www.pweeegl.gov.bd |
১.দুই কপি সত্যায়িত ছবি। ২.নাগরিক সনদ পত্রের সত্যায়িত কপি। ৩.জন্মনিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি। ৪. শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত কপি। ৫। আবেদন পত্রের মূলকপি ও ফটোকপি (২)সেট জমা দিতে হবে। ৬। অনলাইনে আবেদন করতে হবে।
|
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির পর চলমান ব্যাচ প্রশিক্ষন শেষে। |
প্রশিক্ষণ কর্মকর্তা ০১৩০৫২৮০৬৮৪ |
জেলা চেয়ারম্যান ও জেলা কর্মকর্তা মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫ Email.Jmsnarayangonj@gmail.com
|
06। |
আইনগত সহায়তা প্রদান |
নারী নির্যাতন প্রতিরোধকল্পে পারিবারিক নির্যাতনের শিকার বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা প্রদান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা কমিটির মাধ্যমে সহায়তা দেয়া হয়। |
আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।
|
১.আবেদন পত্র দাখিল। ২. কাবিন নামার অনুলিপি। |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির 07 দিনের মধ্যে |
জেলা কর্মকর্তা মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫ Email.Jmsnarayangonj@gmail.com |
জেলা চেয়ারম্যান ও জেলা কর্মকর্তা মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫ Email.Jmsnarayangonj@gmail.com |
07। |
ডে-কেয়ার সেন্টার /দিবা -যত্ন কেন্দ্র। |
4 মাস থেকে ৬ বছর বয়সী শিশুদের দিবা-যত্ন সেবা প্রদান করা হয়। |
আবেদন ফরম নিউ চাষাড়া, জামতলা,নারায়ণগঞ্জ। |
১.শিশুর দুই কপি পাসর্পেট সাইজের ছবি। ২.টিকা কার্ড/ জন্ম সনদ পত্রের কপি। ৩পিতা মাতার.জন্মনিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি। ৪. পিতা মাতার ১কপি করে পাসর্পোট সাইজের ছবি। |
বিনামূল্যে |
চাহিদা মতে |
জেলা কর্মকর্তা মোবাঃ০১৭২৪৫৫৬৪৫৫ Email.Jmsnarayangonj@gmail.com |
জেলা চেয়ারম্যান ও জেলা কর্মকর্তা মোবাঃ০১৭২৪৫৫৬৪৫৫ |