Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

জাতীয় মহিলা সংস্থা,

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।

E-mail: Jms.narayangonj@gmail.com

www.jms.gov.bd

নারায়ণগঞ্জ জেলা-কার্যালয়ের সিটিজেন চার্টার

01। ভিশন ও মিশন

02। ভিশনঃ জেন্ডার সমতাভিত্তিক সমাজ ও সুরক্ষিত নারী।

03। মিশনঃ নারীর ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণ।

04। সেবা প্রদান প্রতিশ্রতি.

05। নাগরিক সেবা।

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনায়নে জাতীয় মহিলা সংস্থা মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) এবং দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) –এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন রাজস্ব এবং উন্নয়ন কার্যাক্রমের  কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করছে।

জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সিটিজেন চার্টারঃ

ক্রঃনং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজ পত্র /আবেদন ফরম প্রাপ্তি স্থান

প্রয়োজনীয় কাগজ পত্র

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময় সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী, ফোন নম্বর ও 

ই-মেল)

উর্ধ্বতন কর্মকর্তার পদবী,ফোন নম্বর ও ই-মেইল

(1)

(2)

(3)

(4)


(5)

(6)

(৭)

(৮)

01।

বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান দর্জি বিজ্ঞান (সেলাই ও এবব্রয়ডারী) প্রশিক্ষণ

বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেকার ও দুঃস্থ মহিলাদের কর্মক্ষম করে তোলার লক্ষ্যে আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করা।

04 মাস মেয়াদী কোর্স। প্রতি ব্যাচে 2 শিফটে 30 জন।

ভর্তি ফরম/আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।

১.দুই কপি সত্যায়িত ছবি।

২.নাগরিক সনদ পত্রের সত্যায়িত কপি।

৩.জন্মনিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।

৪. শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত কপি।

বিনামূল্যে

আবেদনের পর 15-30 দিনের মধ্যে

জেলা  কর্মকর্তা

মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫

Email.Jmsnarayangonj@gmail.com

জেলা চেয়ারম্যান

জেলা কর্মকর্তা

মোবাঃ ০১৫৫২৩৩৯৭৩০

Email.Jmsnarayangonj@gmail.com

02।

আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সূরক্ষা সহযোগিতা প্রদান

1। স্বকর্ম সহায়ক ঋণ কার্যাক্রমঃ (মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রাপ্ত অর্থ দ্বারা পরিচালিত, সার্ভিস চার্জ 10% এককভাবে ১,000/-টাকা এবং দলগতভাবে 2০,000/-টাকা পযন্ত ঋণ প্রদান করা হয়।


আবেদন ফরম

জাতীয় মহিলা সংস্থা,

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।


১.দুই কপি সত্যায়িত ছবি।

২.নাগরিক সনদ পত্রের সত্যায়িত কপি।

৩.জন্মনিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।

৪.৩০০/-নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পের অঙ্গীকার নামা প্রদান।

৫.যেকোন বাণিজ্যিক ব্যাংকের শাখায় ব্যাক্তিগত একাউন্ট থাকতে হবে।


গৃহিত ঋণের বিপরীতে

10% সার্ভিস চার্জ।


ঋণ প্রস্তাব প্রাপ্তির ১৫ দিনের মধ্যে

জেলা  কর্মকর্তা

মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫

Email.Jmsnarayangonj@gmail.com

জেলা চেয়ারম্যান

জেলা কর্মকর্তা

মোবাঃ০১৭২৪৫৫৬৪৫৫

Email.Jmsnarayangonj@gmail.com


03।

কম্পিউটার প্রশিক্ষণ 

কম্পিউটার প্রশিক্ষণ ও সাইবার ক্যাফে দেশের সামগ্রিক উন্নয়নে সফলতা অর্জনের ক্ষেত্রে সরকারী অর্থানুকুল্যে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষিত,শিক্ষিত-বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা।

কোর্সের মেয়াদ 06 মাস। প্রতি ব্যাচে ৫০ জন।সকাল -বিকাল ২ শিফট। প্রতি শিফটে  ২৫ জন করে।

আবেদন ফরম

২৬৮/১, আল্লামা ইকবাল রোড, চাষাড়া,নারায়ণগঞ্জ:।


১.দুই কপি সত্যায়িত ছবি।

২.নাগরিক সনদ পত্রের সত্যায়িত কপি।

৩.জন্মনিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।

৪. শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত কপি।

কোর্স ফি-

1,000/-টাকা

চাহিদা মতে

জেলা  কর্মকর্তা

মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫

Email.Jmsnarayangonj@gmail.com

জেলা চেয়ারম্যান

জেলা কর্মকর্তা

মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫

Email.Jmsnarayangonj@gmail.com

04।

সচেতনতা মূলক কর্মসূচী

উঠান বৈঠক

নারী নির্যাতন, নারী ও শিশু পাচার, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে জনমত গঠনে সচেতনতা সৃষ্টি।

আবেদন ফরম

জাতীয় মহিলা সংস্থা,

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।




বিনামূল্যে

প্রতি মাসে

জেলা  কর্মকর্তা

মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫

Email.Jmsnarayangonj@gmail.com

জেলা চেয়ারম্যান

জেলা কর্মকর্তা

মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫

Email.Jmsnarayangonj@gmail.com

05।

তৃণমূল পর্যায়ে অর্নৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প

1।ফ্যাশন ডিজাইন,২বিউটিফিকেশন,

৩ ক্যাটারিং,৪ইন্টোরিয়ার ডিজাইন এন্ড ইভেন্টস ম্যানেজম্যান্ট,৫ বিজনেস ম্যানেজম্যান্ট

প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ৮0 দিন।প্রতি  ব্যাচে ৫০।  সকাল -বিকাল ২ শিফট। প্রতি শিফটে  ২৫ জন করে।

অনলাইনে রেজিষ্টার করতে হবে। www.pweeegl.gov.bd  

১.দুই কপি সত্যায়িত ছবি।

২.নাগরিক সনদ পত্রের সত্যায়িত কপি।

৩.জন্মনিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।

৪. শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত কপি।

৫। আবেদন পত্রের মূলকপি ও ফটোকপি (২)সেট জমা  দিতে হবে।

৬। অনলাইনে আবেদন করতে হবে।


বিনামূল্যে

আবেদন প্রাপ্তির  পর চলমান ব্যাচ প্রশিক্ষন শেষে।

প্রশিক্ষণ কর্মকর্তা

০১৩০৫২৮০৬৮৪

জেলা চেয়ারম্যান

জেলা কর্মকর্তা

মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫

Email.Jmsnarayangonj@gmail.com



06।

আইনগত সহায়তা প্রদান

নারী নির্যাতন প্রতিরোধকল্পে পারিবারিক নির্যাতনের শিকার বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা প্রদান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা কমিটির মাধ্যমে সহায়তা দেয়া হয়।

আবেদন ফরম

জাতীয় মহিলা সংস্থা,

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।



১.আবেদন পত্র দাখিল।

২. কাবিন নামার অনুলিপি।

বিনামূল্যে

আবেদন প্রাপ্তির 07 দিনের মধ্যে

জেলা  কর্মকর্তা

মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫

Email.Jmsnarayangonj@gmail.com

জেলা চেয়ারম্যান

জেলা কর্মকর্তা

মোবাঃ ০১৭২৪৫৫৬৪৫৫

Email.Jmsnarayangonj@gmail.com

07।

ডে-কেয়ার সেন্টার /দিবা -যত্ন কেন্দ্র।

 4 মাস থেকে ৬ বছর বয়সী  শিশুদের দিবা-যত্ন সেবা প্রদান করা হয়।

আবেদন ফরম

নিউ চাষাড়া, জামতলা,নারায়ণগঞ্জ।

১.শিশুর দুই কপি  পাসর্পেট সাইজের  ছবি।

২.টিকা কার্ড/ জন্ম সনদ পত্রের কপি।

৩পিতা মাতার.জন্মনিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।

৪. পিতা মাতার ১কপি করে পাসর্পোট সাইজের  ছবি।

বিনামূল্যে

চাহিদা মতে

জেলা  কর্মকর্তা

মোবাঃ০১৭২৪৫৫৬৪৫৫

Email.Jmsnarayangonj@gmail.com

জেলা চেয়ারম্যান

জেলা কর্মকর্তা

মোবাঃ০১৭২৪৫৫৬৪৫৫

Email.Jmsnarayangonj@gmail.com